মলয় দে নদীয়া:- নদীয়ার চাকদহ ব্লকের চাকদা প্রতিবন্ধী সমিতির পক্ষ থেকে, চাকদা পঞ্চায়েত সমিতির কক্ষ থেকে, বিশেষভাবে সক্ষম মানুষদের ,ট্রাইসাইকেল বিতরণ অনুষ্ঠান৷
উক্ত অনুষ্ঠানে উপস্থিত চবিলেন চাকদহ পঞ্চায়েত সমিতির সভাপতি হরপ্রসাদ হালদার ,চাকদা প্রতিবন্ধী সমিতির সেক্রেটারি শংকর হালদার ,প্রাক্তন খেলোয়াড় সুব্রত দে ,দুর্গা প্রসাদ দাস সহ একাধিক গুণী মানুষ৷
চাকদা প্রতিবন্ধী সমিতির পক্ষ থেকে ,আজ 10 জন বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হাতে ট্রাই সাইকেল তুলে দেওয়া হল৷ উক্ত মহতী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকদার জয়েন্ট বিডিও পার্থ রায় ৷আজকের অনুষ্ঠান থেকে ট্রাইসাইকেল হাতে পেয়ে স্বভাবতই খুশি তারা।