শান্তিপুর পৌরসভার উদ্যোগে স্থানীয় সাতাশটি ক্লাবকে ক্রীড়া সরঞ্জাম প্রদান

Social

মলয় দে নদীয়া:-বিগত চার বছর যাবৎ শান্তিপুর পৌরসভার উদ্যোগে ২৭ টি রেজিস্টার্ড ক্লাব কে প্রতিবছর ক্রীড়া সরঞ্জাম দিয়ে সহযোগিতা করা হয়।

এবছর আজ শান্তিপুর পাবলিক লাইব্রেরী ময়দানে দুটি সিঙ্গেল এবং দুটি দলগত ব্যাডমিন্টন খেলার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন পৌরপতি অজয় দে। উপস্থিত ছিলেন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপারেন্টেন্ড জয়ন্ত বিশ্বাস, শান্তিপুর থানার ভারপ্রাপ্ত অফিসার মুকুন্দ চক্রবর্তী , জোনাল সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ , নদিয়া জেলা ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক জয়ন্ত ঘোষ,শান্তিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম কারিকর সহ বিভিন্ন কাউন্সিলরগণ।

উক্ত সাতাশটি ক্লাবের মধ্যে পাঁচটি ক্লাবকে ভলিবল, নটি ক্লাবকে ফুটবল, আটটি ক্লাবকে ক্রিকেট সরঞ্জাম প্রদান করা হয়। এবাদেও ফুটবলের রেফারি লাইন্স ম্যান, ক্রিকেটের অ্যাম্পিয়ার, ভলির বিচারক মিলিয়ে মোট ১৭ জনকে সংবর্ধিত করা হয় সারা বছরের তাদের পরিশ্রমের মর্যাদা দিতে। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে জোনাল সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ জানান “আধুনিক প্রজন্মের ছেলেমেয়েদের সুস্বাস্থ্য এবং মন গঠনে খেলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে এ ধরনের আয়োজন।”
শান্তিপুর পৌরসভার পৌর পিতা অজয় দেব জানান “মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের খেলাশ্রী প্রকল্প বা অন্যান্য সহযোগী তার মধ্যে দিয়ে সারা বাংলায় ক্রীড়াপ্রেমী দর্শকদের জন্য গ্যালারি স্থাপন, নিয়মিত খেলা অনুশীলন করা ক্লাবগুলোকে বিভিন্ন ক্রীড়াসরঞ্জাম এবং নগদ অর্থ প্রদানের মাধ্যমে অনুপ্রাণিত করে থাকেন। আমরাও সেই অনুকরণে পৌরসভা থেকে এ আয়োজন করে আসছি দীর্ঘদিন থেকে।”

Leave a Reply