দেবু সিংহ,মালদা : সারাদেশে বিদ্যুৎ এর প্রি-পেইড মিটার নিয়ে কেন্দ্রীয় সরকার যে উদ্যোগ নিতে চলেছে তাতে কাজ হারাবেন প্রায় ২৮ হাজার শ্রমিক ও এটি জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। INTTUC অনুমোদিত শনিবার তৃণমূল পরিচালিত রাজ্য বিদ্যুৎ পর্ষদ এমপ্লয়িজ ইউনিয়নের জেলা সম্মেলনে এই উদ্বেগের কথা জানালেন সংগঠনের রাজ্য সম্পাদক অরিজিৎ দত্ত । মালদা শহরের রামকৃষ্ণ পল্লী এলাকার নবীন প্রেক্ষাগৃহে এই সম্মেলনে জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি মানব বন্দোপাধ্যায়ের উপস্থিতিতে, অরিজিৎ দত্ত বলেন, সারাদেশে প্রি-পেইড মিটার নিয়ে আসছে মোদি সরকার। এসব মিটারের দাম আকাশছোঁয়া । কেন্দ্র সরকার প্রতি মিটারে মোটা টাকা ভর্তুকি দিচ্ছে। এরকম মিটার কিনতে হবে ১০০ কোটি। পশ্চিমবঙ্গেই ২ কোটি পাঠাবে কেন্দ্র সরকার। এই প্রিপেইড মিটার বসানোর মোদি সরকারের এতটাই বেশি আগ্রহ যে তাতে করেই সন্দেহ দানা বাঁধছে। তিনি বলেন, রাফাইল থেকেও বড় কেলেঙ্কারী হবে প্রিপেইড মিটার নিয়ে। তবে এতে বিদ্যুৎ বন্টন কোম্পানি উপকৃত হবে।
আমাদের সব থেকে বড় চিন্তা প্রায় ২৮ হাজার কর্মীর চাকরি পুরোপুরি চলে যাবে। তাই বিকল্প ব্যবস্থা না করে কর্মহীন করে দিয়ে নতুন ব্যবস্থায় প্রি-পেইড মিটার চালু হলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। বিদ্যুৎ শিল্পের উন্নতি হোক এটা আমরা চাই। আবার এটা এনআরসি বা সিএএ নয়, যে আমরা আন্দোলনে নামবো। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে প্রি-পেইড মিটার বসানোর কাজ কিছু কিছু জায়গায় শুরু হয়ে গিয়েছে।