মানুষের চাহিদায় জেলাজুড়ে শক্তিশালী হচ্ছে ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশন,নদীয়ার কৃষ্ণনগরে জেলা অফিস উদ্বোধন

Social

মলয় দে নদীয়া :- প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ডিজিটাল মিডিয়া এভাবেই সুবিধাজনকভাবে মানুষের চাহিদা অনুযায়ী সাংবাদিকতা ধরন বদলাচ্ছে। আর এই পরিবর্তনের সময়, প্রচলিত এবং বর্তমানের সন্ধিক্ষণে দাঁড়িয়ে নানান ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে নিজেদের ঐক্যবদ্ধতার প্রয়োজন বোধ করেছিলেন দীর্ঘদিন ধরে এ পেশার সাথে যুক্ত সাংবাদিকতায় অভিজ্ঞ বেশ কিছু শুভাকাঙ্ক্ষী মানুষ। একদিকে তারা ইউটিউব ওয়েবসাইটের মাধ্যমে সংবাদ প্রকাশের নিয়ম-নীতি নিষ্ঠা শেখানোর সাথে সংখ্যাধিক্য ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের সুপ্রশিক্ষিত করে তোলা , অন্যদিকে সরকারি মান্যতা এবং সাংবাদিকদের সহযোগিতা সম্মান সমভাবে বন্টনের দাবি আদায়ে নিয়মিত ভার্চুয়াল এবং সশরীরে একত্রিত হয়ে ক্রমশ সাংবাদিক মহলে জনপ্রিয় হয়ে উঠেছে ডি এম এ।

এই প্রথম রাজ্যের প্রায় ১৮ টা জেলায়, পাঁচ শতাধিকেরও বেশি সাংবাদিকদের নিয়ে একটি ছত্রছায়ায় হাজির করতে পেরেছেন।

গতকাল নদীয়ার কৃষ্ণনগর পোস্ট অফিসের মোড়ে একটি অফিস উদ্বোধন এরপর পৌরসভার দ্বিজেন্দ্র মঞ্চ আবৃত্তি সঙ্গীত নৃত্যর মাধ্যমে অনুষ্ঠানের সূচনার পর মূল্যবান বক্তব্য পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুব্রত রায় সভাপতি অরিন্দম গাঙ্গুলী সভাপতি, জেলা সভাপতি রাজিব ব্যানার্জি, সম্পাদক সুদীপ ঘোষ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদাধিকারী।

উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পৌরসভার চেয়ারপার্সন নরেশ চন্দ্র দাস, বিশিষ্ট সমাজসেবী সাধন বিশ্বাস, অল ইন্ডিয়া লিগাল ফোরামের সভাপতি সুনিত গোপ, সহ বিশিষ্টজনেদের সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কে সংবর্ধিত করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন পোর্টাল ইউটিউব চ্যানেল এর কর্ণধার, সাংবাদিক, সংবাদকর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply