মাস্ক না পরায় তিনশ টাকা জরিমানা সঙ্গে বাড়িতে ফেরত যাওয়ার বার্তা

Social

সোশ্যাল বার্তা : গাড়ির মধ্যেই পঁই পঁই করে বলে দিয়েছিল নেপালি ড্রাইভার চিপে “স্যার বাজারে নামলেও মাস্ক পরবেন,মাস্ক কিন্তু মুখ থেকে নামাবেন না”।

পূর্ব সিকিমের রংলি বাজারে কিছু কেনাকাটা করতে নামেন পর্যটকরা। এখান থেকেই যান সিল্ক রুট অর্থাৎ জুলুক,নাথাং ভ্যালি, বাবা মন্দির হয়ে গ্যাংটক।

বাজারে বিভিন্ন জিনিসপত্র কেনাকেটা করছেন নদীয়ার একটি ভ্রমন দলের সদস্যরা। এমনই সময় পিছন থেকে জলপাই রং এত পোশাক পরিহিত একজন পুলিশ এর ডাক ” স্যার স্যার এধার শুনিয়ে”। শ্যামলবাবু ( নাম পরিবর্তিত ) চোখ ঘুরিয়ে দেখলেন তাঁর হাতে বিল বই মানে জরিমানার রসিদ। তিনশ টাকার জরিমানার বিল হাতে ধরিয়ে দিল। কাঁচুমাচু মুখে শ্যামল বাবু বললেন সেকি কথা ! মাস্ক তো পরে আছি। পুলিশ জওয়ান অঙ্গভঙ্গি করে দেখিয়ে দিলেন মাস্ক মুখে নেই থুঁতনিতে আটকে আছে। অগত্যা ফাইন দেওয়া ছাড়া কোনো উপায় থাকল না,দিতে হলো তাকে। জরিমানার রসিদ লিখতে লিখতে বললেন নিয়ম না মানলে বাড়ি চলে যেতে পারেন।

রাস্তায় দেখা যায় একাকি হেঁটে যাচ্ছেন একজন ব্যক্তি তবুও তিনি মাস্ক পরিহিত।

পাশের দোকানদার জানালেন ” এখানে মাস্ক না পরলেই জরিমানা করা হয় তবে দোকানদারকে ক্ষেত্রে তা ৫০০০ টাকা”। এই রাজ্যে করানো সংক্রমণ অন্যান্য রাজ্যের তুলনায় কম । ১৫ই এপ্রিল পর্যন্ত এই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৬৪৫৬ জন, ৫৯৮৮ সুস্থ হয়েছেন এবং ১৩৬ জন মারা গেছেন,২১৫ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন । আক্রান্তদের মধ্যে অনেকেরই বাইরের রাজ্যের মানুষের সংস্পর্শে এসেছেন বলে জানা যায়।

সবার কাছে আবেদন মাস্ক পরুন। জমায়েত এড়িয়ে চলুন। নিজে সুরক্ষিত থাকুন এবং নিজের পরিবারকে সুস্থ রাখুন।

Leave a Reply