ভরদুপুরে গৃহবধূকে চাকু মারল দুষ্কৃতীরা

Social

দেবু সিংহ,মালদা: ভরদুপুরে এক গৃহবধূকে চাকু মারল একদল দুষ্কৃতী। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে ইংরেজবাজার থানার ঝালঝালিয়া এলাকায়। এই ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। বর্তমানে ওই গৃহবধূ মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া।

জানা গেছে ছুরিকাহত ওই গৃহবধূর নাম প্রীতি বৈশ্য মানি। বয়স ৩৮। জানা গেছে ওই গৃহবধূর স্বামী মিঠু বৈশ্য মানি। গাড়ির ব্যবসা করেন মিঠু বাবু। তাঁদের এক ছেলে চন্দন এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। জানা গেছে মালদা শহরের ঝলমলিয়া এলাকায় তারা বর্তমানে ভাড়া বাড়িতে থাকেন। তাদের বাড়ি পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ী বাচামারি এলাকায়। শনিবার বাড়িতে একাই ছিলেন ওই গৃহবধূ। তার স্বামী এবং ছেলে বামন গোলার পাকুয়া তাদের গ্রামের বাড়ি ঘুরতে গিয়েছিলেন। অভিযোগ এই সুযোগে তাদের গাড়ির চালক নূর আহমেদ নামে এক যুবক দুই বন্ধুকে নিয়ে স্কুটি করে ওই গৃহবধূর বাড়িতে আসে। অভিযোগ এরপর হঠাৎই গৃহবধূর মাথায় পিস্তল ধরে তিন লক্ষ টাকা দাবি করে তাঁরা। কিন্তু এই টাকা দিতে রাজি না হওয়ায় ওই গৃহবধূর পেটে চাকু ঢুকিয়ে দেয় অভিযুক্তরা বলে অভিযোগ। এরপর ওই গৃহবধূর চিৎকার-চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা।

বর্তমানে সেখানে চিকিৎসাধীন ওই গৃহবধূ। এদিকে এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থল থেকে নীল রঙের ওই স্কুটি উদ্ধার করেছে।

Leave a Reply