মুখ্যমন্ত্রী আসবেন কাজকর্ম খতিয়ে দেখার পর বৈঠক

Social

দেবু সিংহ,মালদা:- আগামী 4 ই মার্চ মালদা শফরে দলীয় কর্মীদের নিয়ে সভা করতে মালদায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরাতন মালদার মাধাইপুর ছোট সুজাপুর মাঠে হবে কর্মীসভা। ইতিমধ্যে শুরু হয়েছে সভায় আশা কর্মীদের বসার প্যান্ডেল ও মঞ্চ তৈরীর কাজ।

শনিবার সেই সভাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষী বাহিনী ও মালদা জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া, অতিরিক্ত পুলিশ সুপার দীপক সরকার, ছিলেন মালদা জেলা তৃণমূলের সভাপতি মৌসম নূর, জেলা কার্যকরী সভাপতি তথা ইংরেজবাজার পৌরসভার উপ পৌরপ্রধান দুলাল সরকার সহ অন্যান্য প্রশাসনের আধিকারিক ও দলীয় নেতৃত্ব বৃন্দ।

এদিন সভাস্থলে একটি বৈঠকের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে কাজকর্ম খতিয়ে দেখার পর এই বৈঠক শুরু হয়। তারপর কেমন করে মুখ্যমন্ত্রী সবাই আসবেন বা কর্মসূচি কি,সমস্ত কিছুই ঠিক করা হয় সেই বৈঠকে।

শুনুন বিস্তারিত : মৌসম নুর তৃণমূল (জেলা সভাপতি)

 

Leave a Reply