মলয় দে নদীয়া:-শরৎকালের পাশাপাশি বসন্ত কালেও দুর্গাপুজোর আমেজ পেতে বহু জায়গায় বাসন্তী পূজা করা হয়। যদিও প্রাচীনকালে বসন্তকালেই দেবীর দুর্গার আহ্বান করা হতো। পরে জানা যায় শরৎকালের শ্রী রামচন্দ্র অকালবোধন করে শরৎকালে এই পুজোর প্রচলন করেন। তবে এখনো বহু জায়গায় সাড়ম্বরে বাসন্তী পূজা হয়ে আসছে। যার মধ্যে নদীয়া জেলার মাটিয়ারী বানপুর অন্যতম। নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লকের অন্তর্গত সীমান্তবর্তী গ্রাম মাটিয়ারী বানপুরে ফ্রেন্ডস ক্লাবের এ বছর ২৫ বছরের পদার্পণ করল তাদের বাসন্তী পূজা।
জানা যায় এর আগে ক্লাবের পক্ষ থেকে তারা সরস্বতী পুজো করতেন। সরস্বতী পুজো প্রত্যেক বাড়িতে হওয়ার কারণে সেভাবে বারোয়ারিগতভাবে পুজো করার উৎসাহ ধীরে ধীরে কমে আসছিল সকলেরই। এরপরেই তারা সিদ্ধান্ত নেন বাসন্তী পুজো করার। ২০০০ সালে প্রথম তারা এই পুজো শুরু করেন এ বছর ২৫ বছরে পদার্পণ হলো তাদের এই পুজো।। এবছর তাদের থিম বন সংরক্ষণ ও পৃথিবীর সবুজায়ন।
পূজোর উদ্যোক্তা তারক রায় জানান, শরৎকালীন দুর্গাপুজোর মতোই চারদিন ধরে হবে তাদের এই পুজো। যার মধ্যে থাকবে একাধিক সংস্কৃতিক অনুষ্ঠানও। পাড়ার সমস্ত বয়সের মানুষেরাই এই পুজোতে স্বাচ্ছন্দে অংশগ্রহণ করেন। অষ্টমী পূজার পরে প্রসাদ পান গোটা গ্রামের মানুষজন। শুধু মাটিয়ারী বানপুর নয় আশেপাশে গ্রাম থেকেও এই পুজো ও প্রতিভা দর্শন করতে আসেন একাধিক সাধারণ মানুষেরা।