দেবু সিংহ,মালদা: মালদা-পাকুয়াহাট ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। শুক্রবার ছিল অনুষ্ঠানের দ্বিতীয় দিন। বিদ্যালয় প্রাঙ্গণের মধ্যেই এই শিবির অনুষ্ঠিত হয়।
পরিচালনায় ছিল পাকুয়াহাট সমবেত প্রয়াস, সহযোগিতায় ছিল ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখা। ৫ জন মহিলা সহ ২৯ জন রক্ত দান করেন।
শিবিরে উপস্থিত ছিলেন বামনগোলা ব্লকের বিডিও সঞ্জিত মন্ডল, পাকুয়াহাট সমবেত প্রয়াস-এর সভাপতি ডা: তুষার কান্তি বণিক, সম্পাদক বরুণ কুমার সরকার, ভারত স্কাউটস এন্ড গাইডস্ মালদা শাখার আহ্বায়ক অনীলকুমার সাহা, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা শাখার সম্পাদক সুশান্ত সরকার বামনগোলা কেন্দ্র প্রমূখ।
এদিন সকল রক্তদাতাকে একটি করে গাছ দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এবং সকলকে ধন্যবাদ জানান পাকুয়াহাট ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপকুমার দাস।