পশ্চিমবঙ্গ সরকারের “কৃষকবন্ধু প্রকল্পে” কৃষকের মৃত্যুতে দু লক্ষ টাকার চেক প্রদান ফুলিয়া ব্লক ডেভলপমেন্ট অফিসে

Social

মলয় দে নদীয়া:-যে কৃষক জলে ভিজে রোদে পুড়ে অক্লান্ত পরিশ্রম করে ফসল ফলিয়ে অন্ন যোগান সর্বসাধারণের। সেই কৃষকের জীবদ্দশায় বিভিন্ন সহযোগিতা ছাড়াও মৃত্যুর পরেও সরকারি ঘোষণা অনুযায়ী দু লক্ষ টাকা মেলে তার নমিনিকৃত উত্তরসূরীর।

শান্তিপুর ব্লকে এ প্রকল্প চালু হওয়ার পর ২০১৯ সালে ১৯ জন এবং দুই হাজার কুড়ি সাল পড়ার পর এবছরের দুজন কৃষকের মৃত্যুর পর দু লক্ষ টাকা চেক তুলে দেওয়া হয় ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে। কৃষক বেঁচে থাকার সময় ন্যূনতম তিন বিঘা, বা তার বেশি জমির জন্য বছরে 5 হাজার টাকা করে দুবার অর্থ সহযোগিতা পান সরকারের কাছ থেকে।

তিন বিঘা জমির কম থাকলে শতক হিসেবে অর্থ সহযোগিতা পান। এই চেক প্রদানের পরই চলে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আসতে না পারায় নতুন চাষীদের ফরম ফিলাপ। বছরে দুবার এ সুযোগ মেলে চাষীদের।

আজ এক অনুষ্ঠানের মাধ্যমে ২০২০ সালে মৃত চাষীর পরিবারবর্গের হাতে তুলে দেওয়া হয় দু’লক্ষ টাকা চেক। ঘোষপুর অঞ্চলের কৃষক শুফল সাঁতরা এবং গোপাল বিশ্বাসের নমিনিকৃত পরিবারবর্গের হাতে এই চেক তুলে দেন এডিও সন্দীপ মিত্র, বিডিএম বাসুদেব কুন্ডু, পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা প্রামানিক, কৃষি কর্মদক্ষ সুব্রত সরকার সহ পঞ্চায়েত সমিতির সদস্যবৃন্দ।

Leave a Reply