অতনু ঘোষ, পূর্ব বর্ধমান: বর্ধমান শহরে বোমার আঘাতে মৃত্যু হল এক শিশুর এবং আর এক শিশু গুরুতর আহত অবস্থায় ভর্তি বর্ধমান মেডিকেল কলেজে।
ভোট যত এগিয়ে আসছে বাড়ছে রাজনৈতিক হিংসা ।
এদিন ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সুভাষপল্লী এলাকার রসিকপুরে।। স্থানীয় সূত্রে জানা গেছে, কে বা কারা একটি ক্লাবের সামনে বোম রেখেছিল তা বোঝা যাচ্ছে না ।এদিন সকালে দুটি শিশু খেলার সময় মাটি খুড় ছিলো সেখান থেকে একটি বলের মতো জিনিস পায় সেটাতে হাত দিতেই বিস্ফোরক হয়। বোমের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শিশুর নাম শেখ আফরোজ। আহত হয় আর এক শিশু শেখ ইব্রাহিম। ঘটনাস্থলে পৌঁছেছে বর্ধমান থানার আইসি পিন্টু সাহা ,জেলা পুলিশ সুপার ভাষ্কর মুখার্জী ,ডি এস পি হেড কোয়ার্টার সৌভিক পাত্র,নাশকতা দমন শাখার একটি দল ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধ্যান চালায় আরও বোমা মজুত রয়েছি কিনা তা খতিয়ে দেখছে পুলিশ চারদিক পুলিশ ব্যারিকেট দিয়ে ঘিরে রেখেছে ঘটনাস্থল। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।
স্থানীয়দের অনুমান, ভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্যে বোম জোগাড় করা হয়েছিলো, তার বলি হলো একটি নিঃস্পাপ শিশুকে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ