মালদা : লকডাউন পরিস্থিতিতে প্রায় ২০০ জন দু:স্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল একটি ক্লাবের সদস্যরা।
রবিবার সকাল ৮ টা নাগাদ ইংরেজবাজার থানার দক্ষিণ কৃষ্ণপল্লী এলাকায় একটি ক্লাবের উদ্যোগে এলাকার দু:স্থদের মধ্যে ফ্রী সবজি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সামাজিক দূরত্ব বজায় রেখে স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে দু:স্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ক্লাব সদস্যরা।
উপস্থিত ছিলেন, ক্লাব সম্পাদক সুব্রত সরকার , সদস্য বাসুদেব পোদ্দার , বিশ্বজিত মন্ডল, মুন্না তেওয়ারি সহ অন্যান্য সদস্যরা।
করোনা মোকাবিলায় সারা ভারতের সঙ্গে মালদা জেলাতেও চলছে লকডাউন। এই পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে বহু মানুষ। দক্ষিণ কৃষ্ণপল্লী এলাকায় প্রায় ২০০ জন দুঃস্থ মানুষের হাতে ৮ রকমের ফ্রি সবজি এবং সয়াবিনের প্যাকেট দুধের প্যাকেট পাউরুটি বিস্কুট তুলে দেওয়া হয়।
ঋষি অরবিন্দ ক্লাব এবং লাইব্রেরীর সম্পাদক সুব্রত সরকার জানান, মহামারী করোনা মোকাবেলায় অসহায় অবস্থা গরিব মানুষদের। লকডাউনের কারণে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাই ক্লাবের পক্ষ থেকে প্রায় ২০০ মানুষের হাতে সবজি ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।