মেয়ের জন্মদিনে জাঁকজমক অনুষ্ঠানের পরিবর্তে রক্তদান শিবির

Social

সোশ্যাল বার্তা : একদিকে করোনা আবহ অপর দিকে বিধানসভা নির্বাচন ফলে রাজ্যের অধিকাংশ ব্লাডব্যাংক প্রায় রক্তশূন্য। সাধারণ মানুষের রক্তের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে ব্লাড ব্যাঙ্কের কর্মীরা।

ব্লাডব্যাঙ্কে রক্ত স্বল্পতা মেটাতে এগিয়ে এল নদীয়া জেলার কৃষ্ণনগর ২নং ব্লকের হরিণডাঙার একটি পরিবারের সদস্যরা।

বুধবার ওই পরিবারের সুজিত ঘোষের মেয়ে স্নেহা ঘোষের ছিল জন্মদিন। তাই জাঁকজমক অনুষ্ঠানের পরিবর্তে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের নবদ্বীপ ব্লাড সেন্টারের সহযোগীতায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে স্নেহার বাবা, কাকা, ঠাকুর দাদা রক্তদান করেন।

সুজিত ঘোষ জানান ” আমি ইবিএস এর একজন সদস্য। সারাবছর ধরে সাধারণ মানুষের জন্য আমরা বিনামূল্যে রক্ত জোগাড় করে দেই। নির্বাচন ও গরমের কারণে রক্তদান শিবিরের সংখ্যা কমে গেছে তাই মেয়ের জন্মদিন উপলক্ষ্যে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতেই এই রক্তদান শিবিরের উদ্যোগ”। রক্তদান শিবিরে মোট ১৪ জন রক্তদাতা রক্তদান করেন।

নবদ্বীপ ব্লাড সেন্টারের কর্মী তরুণ মাঝি জানান ” রক্তের চাহিদা মেটাতে সাধারণ মানুষকেই এগিয়ে আসতে হবে। সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে রক্তদান শিবিরের সংখ্যা বাড়ছে। সংখ্যায় কম রক্তদাতা হলেও সমস্যা নেই আমরা সাধারণ মানুষের সেবায় প্রস্তুত”।

রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

Leave a Reply