একুশের গর্ব / মিনারুল ইসলাম

Social

 

রক্তক্ষয়ে পেয়েছি যে,
কাঙ্খিত সেই দিন
দামাল ছেলের বলিদানে
বাংলা হল স্বাধীন।

স্বাধীন বাংলা স্বাধীন দেশ
ভুলেছি সব দুঃখ-ক্লেশ।

একুশকে তাই ভুলব না
করব না আর বঞ্চনা,
বাংলা ভাষা মুক্ত স্রোত
সব বাঙালির গর্ব হোক।

Leave a Reply