মলয় দে, নদীয়া: করোনা সংক্রমণের কারণে সমগ্র জেলা জুড়ে সকল স্তরের খেটে খাওয়া মানুষের নানা দিক থেকে সমস্যামূলক পরিস্থিতি তৈরি হয়। বাদ যায়নি টোটো চালকেরাও। একাধিক টোটো না চালানোর ফলে অচল হয়ে যাওয়ার কথাও নানা সংবাদমাধ্যমে শোনা যায়। এই শ্রেণীর মানুষদের সংসার চালানোই দুষ্কর হয়ে দাঁড়ায়। এই কথা মাথায় রেখে আজ প্রায় ৫০০ টোটো চালকের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দিলেন নদীয়া জেলার রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক সমীর কুমার পোদ্দার মহাশয়।
এর আগের পর্যায়ে প্রায় ১০ হাজার অসহায়, খেটে খাওয়া পরিবারের হাতে খাদ্য সামগ্রী তিনি তুলে দিয়েছেন। তার বিধানসভার পাশাপাশি কৃষ্ণগঞ্জ বিধানসভার অসহায় মানুষদের জন্যও তিনি তার সাধ্যমত ৫০ কুইন্টাল চালের ব্যবস্থা করে দেন।