মর্যাদা সুরক্ষা আন্দোলন সংগঠনের রক্তদান থ্যালাসেমিয়া শিশুকে

Social

মলয় দে, নদীয়া:- স্বেচ্ছাসেবী সংস্থা “মর্যাদা সুরক্ষা আন্দোলনের” উদ্যোগে বুধবার রক্ত পেলেন সাত বছরের থ্যালাসেমিয়া শিশু। নির্বাচন ও মহামারীর কারণে রক্তদান শিবির না হওয়ায় নদীয়া জেলায় প্রতিটি ব্লাড ব্যাংক প্রায় রক্তশূন্য। রক্তদান শিবির না হওয়ায় থ্যালাসেমিয়া রোগী থেকে শুরু করে বিপদগ্রস্ত সাধারণ মানুষ। একজন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর খুবই রক্তের প্রয়োজন হয়ে পড়ে। এই খবর শুনে এগিয়ে আসে রানাঘাটের মর্যাদা সুরক্ষা আন্দোলন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।তাদেরই উদ্যোগে রক্ত পায় রানাঘাট হিজুলীর বাসিন্দা গোপাল কুণ্ডুর সাত বছরের থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু। রানাঘাট মহকুমা হাসপাতালে এসে রক্তদান করেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য পলাশ সিংহ। রক্তপেয়ে রক্তদাতার কাছে কৃতজ্ঞ কুন্ডু পরিবার,একইসঙ্গে কৃতজ্ঞ মর্যাদা সুরক্ষা আন্দোলন নামে স্বেচ্ছাসেবী সংস্থার কাছে।

Leave a Reply