রানাঘাট বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো ১৯ তম শিশু বিজ্ঞান উৎসব

Social

নিউজ সোশ্যাল বার্তা : পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রানাঘাট বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে রানাঘাট ফরেস্টে আয়োজিত হলো দুই দিনের ১৯ তম শিশু বিজ্ঞান উৎসব।

রানাঘাটের বিভিন্ন বিদ্যালয় থেকে ১২৭জন ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে যোগ দেয়। প্রতি বছরের মতো এবছরও ছিলো চারটি কর্নার; বীক্ষন, পরীক্ষণ, জনস্বাস্থ্য, আমাদের দেশ।

বীক্ষন কর্নারের এবছরের বিশেষ আকর্ষণ ছিলো পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী মেছো বেড়াল নিয়ে সচেতনতা ও প্রশ্নোত্তর পর্ব। জনস্বাস্থ্য কর্নারে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন রানাঘাট মহকুমা স্বাস্থ্যকেন্দ্রের সুপার ডাঃ শ্যামল কুমার পোড়ে।

পুষ্টি, দেহ, প্রাথমিক প্রতিবিধান ছাড়াও ডেঙ্গু ও রান্নাঘরে বিজ্ঞান নিয়ে আলোচনা হয় কর্নারে। আমাদের দেশ কর্নারের এবারের বিষয় ছিলো ভাটিয়ালি গান ও সংস্কৃতি । পরীক্ষণ কর্নারের প্রশিক্ষক সুব্রত দে এবছর ছাত্র ছাত্রীদের সৌর শক্তির ব্যবহারের উপযোগিতা নিয়ে আলোচনা করেন। সৌরশক্তি চালিত টুপি, ল্যাম্প ইত্যাদি প্রদর্শন হয় একসাথে।

এবছরের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো মিট দা সায়েন্টিস্ট প্রোগ্রাম। এই পর্বে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক ও শিক্ষক শিক্ষিকা রা ছাত্র ছাত্রী দের পাঠ্যবইয়ের বাইরের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

Leave a Reply