ডেঙ্গু নিয়ে আগাম সতর্ক কালিয়াগঞ্জ পুরসভা

Social

রায়গঞ্জঃ ডেঙ্গু যাতে কোনও প্রকার পুর এলাকায় থাবা বসাতে না পারে সেকারনে আগে থেকেই সতর্কতা অবলম্বন করলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভা। পুরসভার পক্ষ থেকে ডেঙ্গু মোকাবিলায় ১৭টি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু সার্ভে করবে পুরসভার স্বাস্থ্য কর্মীরা। সেখানে পুরবাসিদের ডেঙ্গু মোকাবিলায় কি কি করনীয়, তা বোঝাবেন স্বাস্থ্য কর্মীরা। সঙ্গে বিলি করা হবে একটি ছাপানো হ্যান্ড বিল। সেখানে ১৭টি ওয়ার্ডের কর্মরত দুই জন করে পুর কর্মীর ফোন নাম্বার থাকবে। কারন, পুরসভার মেয়াদ শেষ হয়ে যাবার কারণে কোনও কাউন্সিলার নেই। সেই কারণে পুর নাগরিকদের যাতে কোনও অসুবিধা না হয় সেই জন্যেই এই উদ্যোগ।

‘আপনারা স্বাস্থ্য কর্মীদের সহযোগিতা করুন’, শীর্ষক আলোচনা সভায় শনিবার কালিয়াগঞ্জ পুরসভা ভবনে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কালিয়াগঞ্জের জন সাধারণের প্রতি এই আবেদন করলেন পুরসভার প্রশাসক কার্তিক চন্দ্র পাল। শনিবার পুরসভার স্বাস্থ্য কর্মীদের নিয়ে এই বৈঠক করে আগামী দিনে ডেঙ্গুর সার্ভের ব্যাপার নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে প্রশাসক স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার্থে মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হয় এবং নাগরিকদের পুর স্বাস্থ্য কর্মীদের ডেঙ্গু বা অন্যান্য কোন্রকম আসুবিধায় সাহায্য করার আবেদন করেণ পুর প্রশাসক।

Leave a Reply