পূর্ব মেদিনীপুরের শুরু হলো মঙ্গলামাড়াে উৎসব

Social

সোশ্যাল বার্তা: মেলা মানেই মহামিলন । মেলা মানেই মেলবন্ধন । ধর্ম – বর্ণ – সম্প্রদায়ের উর্ধে উঠে মেলা মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে দেয় । গ্রাম – বাংলার মেলা তাই হাজার বছরের ঐতিহ্যের এক মহা সম্মেলন ।

পূর্ব মেদিনীপুরের মঙ্গলামাড়ো উৎসব সমিতির আয়োজনে মঙ্গলামাড়াে উৎসবের শুভ উদ্বোধন হলো বুধবার । গত ৪ বছর ধরে ঐ মেলা হয়ে আসছে। মঙ্গলামাড়ো মঙ্গলা ক্লাবের খেলার মাঠে মেলার শুভ উদ্বোধন করেন অভিনেত্রী গুঞ্জা। প্রথমে বর্ণাঢ্য শোভাযাত্রা , পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আজকে এই মেলার উদ্বোধন হয়। ১৫ই ডিসেম্বর থেকে ২৪ শে ডিসেম্বর ১০ দিন ধরে ঐ মেলা চলবে। প্রতিদিন ঐ মেলায় সবং , ভগবান পুর , পটাশপুর এলাকার প্রতিটি প্রান্ত থেকে নানান মানুষের সমাগম ঘটে। মেলার দিন গুলিতে থাকছে মাক্স ও স্যানিটাইজার বিতরণ,চক্ষু পরিক্ষা, যোগা প্রদর্শন, নৃত্য প্রতিযোগিতায় , সঙ্গীত প্রতিযোগিতা।

মেলা কমিটির সম্পাদক বুদ্ধদেব রানা জানায় করোনা পরিস্থিতিতে মানুষের রোজগার একেবারেই বন্ধ ছিল ঐ মেলার মধ্যে দিয়ে তাদের কিছু রোজগার হবে । উপস্থিত ছিলেন মঙ্গলামাড়ো মঙ্গলা একাডেমির প্রধান শিক্ষক প্রবীর মাইতি,ডাঃ উমাশঙ্কর দাস,মঙ্গলামাড়ো মঙ্গলা ক্লাবের সম্পাদক নিরঞ্জন মাইতি সহ অন্যান্য বিশিষ্ট বর্গগন।

Leave a Reply