পুলওয়ামা শহীদ স্মরণে দু;স্থদের পোশাক বিলি

Social

নিউজ সোশ্যাল বার্তা : গত বছর এই অভিশপ্ত দিন ১৪ই ফেব্রুয়ারিতেই অামাদের সেনাবাহিনীর জওয়ান দের নির্মমভাবে হত্যা করেছিল সন্ত্রাসবাদীরা । সেই সব বীর সেনানীদের শ্রদ্ধা জানাতে নদীয়া জেলার কৃষ্ণনগরের শেষ আশা নামে সেবামূলক সংগঠনের পক্ষ থেকে আজ ৫০ জন দুঃস্থ শিশুদের হাতে খাবার ও কিছু নতুন পোশাক দেওয়া হল ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠন শেষ আশা এর সভাপতি মিরাজুল সেখ , সহ- সভাপতি সুদীপ্ত সরকার সহ অন্যান্য সদস্যা ও সদস্যবৃন্দ । এছাড়া উপস্থিত ছিলেন বেঙ্গল এডুকেশন ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ ও দিশারী নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা । এই অনুষ্ঠানে আর্থিক দিক দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বেঙ্গল এডুকেশন ডেভলপমেন্ট ফাউন্ডেশন।
সভাপতি মিরাজুল সেখ বলেন, আশা রাখছি ভবিষ্যতে এইভাবে সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবো। সবাই কে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন এর মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটান সংগঠনের সভাপতি মিরাজুল শেখ ।

Leave a Reply