মলয় দে নদীয়া:-আজ সকালে বিশেষ অভিযান চালিয়ে ৪ বাংলাদেশি এবং এক ভারতীয় দালাল কে গ্রেফতার করল নদীয়ার হাঁসখালি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর আজ সকালে বিশেষ অভিযান চালিয়ে হাঁসখালি রামনগর ২ পঞ্চায়েতের পন্ডিতপুর বাজার এলাকা থেকে হাঁসখালি থানার পুলিশ গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর ধৃত ৪ বাংলাদেশি বছর খানেক আগে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে উত্তর ২৪ পরগনা হয়ে ভারতের চেন্নাই এবং ব্যাঙ্গালুরু এলাকায় চলে যায়। আজ সকালে তারা হাঁসখালি থানা এলাকায় পৌঁছয়। এরপর অবৈধ ভাবে ভারতীয় দালালের সহযোগিতায় বাংলাদেশে ফেরত যাওয়ার পরিকল্পনা করেছিল। এরপর হাসখালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে গ্রেফতার করে। আজ তাদের রানাঘাট আদালতে পুলিশ হেফাজতে চেয়ে পাঠায় হাঁসখালি থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর ধৃত চার বাংলাদেশির নাম, মোঃ শাকিল শেখ, তুলি বেগম, শিউলি বেগম, সুমন মিয়া। ধৃতরা বাংলাদেশের ফেনি, বরিশাল, খুলনা জেলার বাসিন্দা। অপরদিকে ধৃত ভারতীয় দালাল শুভঙ্কর দলপতি উত্তর চব্বিশ পরগনার জেলার জয়ন্তীপুর এলাকার পেট্রাপোল থানার বাসিন্দা।