সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়া এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় নদীয়ার নিখোঁজ তিন ছাত্র ফিরলো বাড়িতে

Social

মলয় দে, নদীয়া :- সংবাদ মাধ্যম এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় গতকাল সকাল থেকে যে তিনটি ছেলে নিখোঁজ ছিল তাদেরকে খুঁজে পাওয়া যায় দীঘার ফতেপুর গিয়েছিল। সেখান থেকে তিনজন ফোন করে জানায় যে মা বাবা টাকা পাঠাও আমরা বাড়ি ফিরব। তারপর বাড়ির সবাই গিয়ে তাকে ফিরিয়ে নিয়ে আসে যে তিনটি ছেলেকে পাওয়া গেছে দুটি ছেলের বাড়ি নদীয়ার বাদকুল্লার উত্তর সুরভী স্থানে এবং অপর ছেলেটির বাড়ি নদীয়ার শান্তিপুরের বোয়ালিয়া। যে তিনটি ছেলের সন্ধান পাওয়া গেছে তাদের নাম অপূর্ব দাস বাবার নাম অসীম দাস বয়স ১৪ বছর দেব বিশ্বাস বাবার নাম অনুল বিশ্বাস বয়স ১৪ বছর এবং শান্তিপুরের বোয়ালিয়ার ছেলেটির নাম সায়ন বিশ্বাস তার বয়স ১৪ বছর ।

ছেলেদের ফিরে পেয়ে আপ্লুত পরিবারের সদস্যরা। পরিবারের পক্ষ থেকে প্রশাসনকে অভিনন্দন জানানো হয়েছে।

Leave a Reply