সেঁজুতি প্রকৃতি বিদ্যাশ্রমের পরিচালনায় শিশু কিশোর গ্রন্থাগার চালু 

Social

মলয় দে নদীয়া :- নদীয়ার শান্তিপুর শহরের ফটক পাড়ায়, আজ থেকে চালু হলো শিশু কিশোর গ্রন্থাগার। সোম থেকে শুক্র বিকাল চারটা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সর্বোচ্চ ১৫ দিনের জন্য বিভিন্ন ধরনের বই বাড়ি নিয়ে পড়ার সুযোগ পাবে খুদে পড়ুয়ারা। মাসে মাত্র ৫ টাকা ছাড়া অন্য কোন ভর্তি ফি নেওয়া হবে না বলেই জানা গেছে লাইব্রেরী সূত্রে। শান্তিপুরে এ ধরনের লাইব্রেরী বহু পূর্বে থাকলেও, শুধুমাত্র শিশু-কিশোরদের জন্য লাইব্রেরির সংখ্যা খুবই কম। আগামীতে প্রকৃতি পাঠ দেওয়ার বিদ্যালয় গড়ে তোলা লক্ষ্য রয়েছে সংগঠনের।

নদীয়ার নবদ্বীপে সেঁজুতি প্রকৃতি বিদ্যাশ্রম ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়, সেখানেই মূল অফিস। তাদের তত্ত্বাবধানেই চলবে শান্তিপুরের এই শিশুর কিশোর গ্রন্থাগার।
২০১৫ সালে একটি দুর্ঘটনায় মাত্র ১৮ বছর বয়সে মেডিকেলের ছাত্রী সেঁজুতির মৃত্যু হয়। সে একজন পরিবেশ কর্মী ও বিজ্ঞান কর্মী হিসেবে নবদ্বীপে পাতাবাহার নামে একটি সংগঠন চালাতো মহিলাদের নিয়ে। তার চিন্তাভাবনাকে এগিয়ে নিয়ে যেতে, পারিবারিক উদ্যোগে এবং বিভিন্ন বিজ্ঞান ও পরিবেশ কর্মীদের সহযোগিতায় গঠিত হয় সেঁজুতি প্রকৃতি বিদ্যাশ্রম।

বিদ্যুৎ সংযোগ না থাকা প্রান্তিক পরিবারে সোলার পাওয়ার প্রজেক্ট এর মাধ্যমে বিদ্যুৎ সংযোগ স্থাপন সহ নানান সামাজিক ও পরিবেশের দায়িত্ব পূরণের কাজ করে আসছে এই সংগঠন।

সংগঠনের সম্পাদক সুব্রত বিশ্বাস জানান, বর্তমানে হাতে নিয়ে বই পড়ার সংখ্যা কমে যাচ্ছে, তাদের আগ্রহ বৃদ্ধি করতে এই উদ্যোগ। শিশুদের বিভিন্ন ধরনের প্রকৃতি, কল্পনা এবং গল্পের বই রয়েছে। কল্পনা ছাড়া বিজ্ঞান এগোতে পারে না, তাই আজ প্রথম দিনে উপস্থিত প্রায় ৪০ জন শিশু কিশোর উপস্থিত ছিলো। তারাই নাচ-গান আবৃত্তির মধ্যে দিয়ে সূচনা করে। উপস্থিত ছিলেন শান্তিপুরের বিভিন্ন কবি সাহিত্যিক নাট্য জগত এবং লাইব্রেরীর দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ।

Leave a Reply