নিউজ সোশ্যাল বার্তা ২৪শে নভেম্বর ২০১৯, শঙ্খ শুভ চক্রবর্তী,নদীয়া :
জঙ্গল মহল উদ্যোগের পক্ষ থেকে ২২-২৪ শে নভেম্বর ২০১৯ আয়োজিত হলো ষষ্ঠ জঙ্গলমহল উৎসব । এবার তাদের ষষ্ঠ তম বর্ষ ।
পৃথিবী জুড়ে অরণ্য ও বনাঞ্চল ধ্বংসের প্রতিবাদে,পরিবেশ সচেতনতা, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
জঙ্গল মহলের আঞ্চলিক নাচ ও গানে শোভাযাত্রাটি অন্যমাত্রা পায়। মিছিল প্রাণবন্ত করতে ছিল ছৌ নাচ, রণপা আর ধামসা মাদলের তাল।
প্রতিবন্ধী ভাইবোনেরাও এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। বেলঘরিয়া নেচার ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি, বিশিষ্ট পরিবেশপ্রেমী শ্রী আশীষ কুমার গাঙ্গুলীর নেতৃত্বে এই শোভাযাত্রায় পরিবেশ প্রেমী সংগঠন – জঙ্গল মহল উদ্যোগ,পাঁচমুখী নাট্যএকাডেমি, বেলঘরিয়া নেচার ওয়েলফেয়ার সোসাইটি,প্রাপ্তি, মানভূম নাচনি দল, জঙ্গল মহল কালচারাল গ্রুপ,আর্ট অফ লিভিং,লোকসংস্কৃতি গবেষণা উন্নয়ন কেন্দ্র, সেভ দ্য চিলড্রেন ও জঙ্গলমহল ওয়ার্কশপ সহ আরো অনেকে অংশগ্রহণ করেন ।
মোহর কুঞ্জ থেকে মিছিল শুরু হয়ে এক্সাইড মোড় ,বিড়লা তারামন্ডল ঘুড়ে মোহর কুঞ্জে এই বর্ণাঢ্য শোভাযাত্রা শেষ হয়। পরিবেশ বাঁচানোর এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়।