শতাব্দী প্রাচীন সতীমায়ের দোল মেলাকে ঘিরে উন্মাদনা

Social

মলয় দে নদীয়া:-শতাব্দী প্রাচীন সতীমায়ের দোল মেলাকে ঘিরে উন্মাদনা নদীয়ার কল্যাণীতে। লক্ষাধিক মানুষের ঢল কল্যাণী ঘোষপাড়া এলাকায়।প্রায় ৩০০ বছর প্রাচীন এই মেলাকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রচুর মানুষের সমাগম ঘটে প্রতিবছর।

মূলত কর্তাভজা সম্প্রদায়ের মানুষজন এই মেলার সূচনা করেন। মেলায় একটি ডালিম গাছকে ঘিরে পুজো করা হয়। কথিত আছে সতীমা এই ডালিম গাছের নিচেই সাধনা করেন।
হিমসাগর নামে একটি পুকুরে স্নান করে ভক্তরা সতীমায়ের সাধনাস্থলে ডালিম গাছে ঘোড়ার মূর্তি বাঁধে এবং পুজো দেন। মানুষের বিশ্বাস হিমসাগর পুকুরে স্নান করে ডালিম গাছে পুজো করলে মনোকামনা পূর্ণ হয়।
দোল পূর্ণিমার আগের দিন রাত থেকে বসে বাউলের আখড়া। মেলা ঘিরে বসে নানান পসরা দোকান ও খাবারের দোকান।
মেলার নিরাপত্তা ও সুষ্ঠু পরিচালনা করার জন্য প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে।গত কয়েক বছর ধরে এই মেলা পরিচালনা করে কল্যাণী পৌরসভা।

দোলের দিনে দূরদূরান্ত থেকে সতী মায়ের এখানে এসে পূজা দেন ভক্তরা। পুজো দিতে আসা একজন ভদ্র মহিলা জানান মায়ের প্রতি বিশ্বাসের জন্যই তিনি এখানে এসেছেন পুজো দিতে।

Leave a Reply