লকডাউনের ডিউটি শেষে বাড়ি ফেরার পথে মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যু পুলিশ অফিসারের

Social

ওয়েব ডেস্ক: নিউ জলপাইগুড়ি থানার আমবাড়ি আউট পোস্টে কর্তব্যরত ছিলেন সাব ইন্সপেক্টর রজত সরকার। মোটর বাইকে করে ডিউটি থেকে ফিরছিলেন তিনি। সারা দেশ জুড়ে চলছে লকডাউন । লকডাউন এর ডিউটি শেষ করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা।

বাইক দুর্ঘটনায় তিনি ছিটকে পড়েন রাস্তায়। নিউ জলপাইগুড়ি থানার গেট বাজারে রাম ঠাকুর মন্দিরের সামনে ঘটে দুর্ঘটনা। রক্তাক্ত অবস্থায় দীর্ঘক্ষণ পথে পড়ে ছিলেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় সাব-ইন্সপেক্টর রজত সরকারকে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এন্ড  হাসপাতালে।

নিউ জলপাইগুড়ি থানা ও আমবাড়ি আউটপোস্ট এর পুলিশ সূত্রে জানা গিয়েছে চিকিৎসকেরা রজত বাবুকে মৃত বলে ঘোষণা করেন।

সাব-ইন্সপেক্টর রজত সরকারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুলিশ মহলে।
রজত বাবু রেখে গেলেন তার স্ত্রী,এক কন্যা ও এক পুত্র সন্তানকে। কিভাবে ঘটনাটি ঘটল তার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

Leave a Reply