সোশ্যাল বার্তা:জাতীয় সেবা প্রকল্প (এনএসএস ) ইউনিট নদিয়া জেলার কৃষ্ণনগর ২ নং ব্লকের ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তনে শনিবার অনুষ্ঠিত হলো “এক পেড় মা কি নাম” কর্মসূচি।
এই কর্মসূচি উপলক্ষ্যে জাতীয় সেবা প্রকল্পের ইউনিট এর দত্তক গ্রাম ধুবুলিয়া বিবেকানন্দপল্লীতে জাতীয় সেবা প্রকল্পের সদস্যরা বাড়িতে বাড়িতে গিয়ে গ্রামবাসীদের মধ্যে ৩০ টি গাছের চারা বিতরণ করে। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে একটি রেলির আয়োজন করা হয়। দত্তক গ্রামে ২০টি গাছের চারাও রোপণ করে ছাত্রছাত্রীরা। এছাড়াও এনএসএস স্বেচ্ছাসেবকরা বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে ৮০ টি গাছের চারা বিতরণ করে।
বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসার দীপ কুমার রায় জানান, সারা বছর ধরেই চলে আমাদের সচেতনতার কাজ। অরণ্য সপ্তাহ উপলক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হলো।
এই কর্মসূচি বাস্তবায়ন করতে এই সপ্তাহে বিদ্যালয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।