সোশ্যাল বার্তা:একদিকে করোনা সংক্রমণ অপরদিকে ইয়াস ঝড় সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত করে তুলেছে । বিশেষ করে সমুদ্র তীরবর্তী অঞ্চলের মানুষের অবস্থা খুব একটা ভালো নয় । হলদিয়া নদীর পাড়ের যেসব বাড়িঘর ইয়াস ঝড়ে নদীর জলে তলিয়ে গিয়েছিল সেই সর্বহারা পরিবারদের জন্য বাসনপত্র এবং শিশুদের জন্য বই খাতা স্কুল ব্যাগ ঔষধ পত্র তুলে দেওয়া হলো স্বেচ্ছাসেবী সংস্থা ‘দিশারী’র তরফ থেকে।
স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা জানান “গত দুই বছর ধরে স্কুল বন্ধ থাকায় এই শিশুদের শুধুই সম্বল ছিলো বই খাতা। শহরের ছেলে মেয়েদের মতো অনলাইন ক্লাসের সুবিধা থেকে এরা বঞ্চিত তার ফলে আগামী ছয় মাসের জন্য তাদের প্রতিদিন দুই ঘণ্টা করে কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছে।”