সান্তাক্লজের বেশে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উপহারের ডালি নিয়ে হাজির জেলা শাসক

Social

মলয় দে নদীয়া:-প্রতিদিনের মতো নাকাশিপাড়ার সোনাডাঙ্গার অঙ্গনওয়ারী কেন্দ্রে হাজির হয়েছিলেন খুদে পড়ুয়ারা। হঠাৎ সেখানে সপারিষদ সান্তা ক্লজের বেশে উপহারের ডালি নিয়ে উপস্থিত জেলাশাসক। তা দেখে তাজ্জব পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকেরা।

রাত পোহালেই বড়দিন, তার আগে জেলার বিভিন্ন অঙ্গনওয়ারী কেন্দ্রের খুদে পড়ুয়াদের হাতে উপহার তুলে দিতে গোপনে সান্তাক্লজের বেশে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাওয়ার পরিকল্পনা নিয়েছিলেন নদীয়া জেলা শাসক এস অরুন প্রসাদ। কর্মসূচির নাম দেওয়া হয়েছিল “সিক্রেট সান্তা”। সেই মতো আজ সকালে নাকাশিপাড়ার সোনাডাঙ্গা গ্রামের বেশ কয়েকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উপস্থিত হন জেলা শাসক এস অরুন প্রসাদ। সঙ্গে ছিলেন কৃষ্ণনগর সদরের মহকুমা শাসক শারদ্বতী চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা।

অঙ্গনওয়ারী কেন্দ্রে হঠাৎ জেলা শাসক উপস্থিত হওয়ায় তাজ্জব হয়ে যান খুদে পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকেরা। খুদেদের হাতে উপহার তুলে দেওয়ার পাশাপাশি বেশ কিছুক্ষণ তাদের সাথে সময় কাটান তিনি। জেলা শাসকের এহেন কর্মকাণ্ডে খুশি অভিভাবকেরা।

Leave a Reply