সংগঠনের বাৎসরিক অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্যদের সংবর্ধনা

Social

সোশ্যাল বার্তা: রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো ধুলাগড়ের একটি সংগঠন। সংগঠনের বাৎসরিক অনুষ্ঠানে ধূলাগড় গঙ্গাধরপুর আনন্দধারা সেবাদল রক্তদান শিবিরের আয়োজন করে এবং সেই রক্তদান শিবিরে আমন্ত্রণ জানানো হয় স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্যদের। স্বাধীনতা সংগ্রামী পরিবারদের দেওয়া হয় সংবর্ধনা। উপস্থিত ছিলেন শহীদ কানাইলাল দত্তের নাতনি, শহীদ ভবানীপ্রসাদ ভট্টাচার্যের পরিবারের তরফ উনার নাত জামাই ফাল্গুনী ঘোষাল। শহীদ তারকেশ্বর সেনগুপ্তর ভাইপো, বীরেন্দ্রনাথ শাসমলের নাতি। শহীদ সূর্যসেন রক্ষা কমিটির প্রদীপ দত্ত সহ অন্যান্যরা।

মোট ৬৫ জন রক্তদাতা রক্তদান করেন এই রক্তদান শিবিরে।

এই প্রসঙ্গে ফাল্গুনী ঘোষাল জানান, স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু দুঃখের বিষয় আজ আমরা তাদের ভুলতে বসেছি। এইটা কি আমাদের জাতীয় লজ্জা নয় ? ইতিহাস কি বঞ্চিত হচ্ছে না ? পাঠ্যপুস্তকে এই সব বাংলার স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস তুলে ধরতে হবে। স্বাধীনতা অর্জনের জন্য বাংলার স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের অবদান প্রধান। আমি বাঙ্গালী হয়ে গর্বিত আজ বাংলার স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের জন্যই ভারতের স্বাধীনতার অর্জনের মূল ভূমিকা পালন করে।বাংলার ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতিকে জাগিয়ে তুলতে হবে।

Leave a Reply