ধন সম্পদ ঐশ্বর্যের দেবী লক্ষ্মী। বাঙালির লক্ষ্মীপূজার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে আলপনা । লক্ষ্মীপূজার দিন বাড়ি,ঘর দুয়ার সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়ির গৃহিণী বা মেয়েরা পিটুলি (ভিজে আতপ চাল) বেঁটে আলপনা দেন।তাঁদের দেওয়া আলপনাতেই লক্ষ্মীপূজার অভিষেক ঘটে ।
আশ্বিন মাসে কোজাগরী লক্ষ্মীপূজায় আলপনা দেওয়ার বহর সবথেকে বেশি। তবে আলপনা দেওয়ার ক্ষেত্রে প্রতিটি বাড়ির নিয়ম ও রীতি ভিন্ন ভিন্ন হয়ে ধরনের অন্যান্য পূজা আর কোজাগরী লক্ষ্মী পুজোর আলপনাতে বেশ কিছু পার্থক্য থাকে। এই পুজোতে মূল আলপনার সঙ্গে বাড়ি জুড়ে আঁকা হয় ধানের ছড়া, মুদ্রা, আর মা লক্ষ্মীর পায়ের ছাপের ছবি। এই প্রতীকগুলি পূজার মহত্ত্ব যেমন ব্যাখ্যা করে, তেমনই পুজোর আচারের একটা অংশ হয়ে উঠেছে এই বিশেষ ধরণের আলপনা।
এখানে যে আলপনাটি দেয়া হয়েছে সেটি হল নমঃশূদ্রদের লক্ষীপুজোর আলপনা ।