সোশ্যাল বার্তা, তমলুক : জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক বিপর্যয় প্রতিবছরই বেড়েই চলেছে। ঘুর্ণিঝড় ইয়াশ”এর আঘাতে পশ্চিমবঙ্গের সমুদ্রতীরবর্তী জেলাগুলিতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। একে ‘করোনা’র প্রকোপ তার উপর ইয়াসের আঘাতে স্বাভাবিক জনজীবন ব্যাহত।
এই পরিস্থিতিতে কুমুদিনী ডাকুয়া প্রতিবন্ধী সেবা সমিতির নতুন প্রয়াস “পাশে আছি বন্ধু” ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে।
সোমবার বিকালে পূর্ব মেদিনীপুর জেলার রূপনারায়ণ নদী তীরবর্তীর তাম্রলিপ্ত পৌরসভা এলাকার ১৪নং ওয়ার্ড এলাকার “ইয়াসে’ ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারকে খাদ্য সামগ্রী ও পরিবেশের ভারসাম্য রক্ষায়, পরিবেশকে সুস্থ রাখতে প্রতিটি পরিবারকে ফলের চারা গাছ তুলে দেন।
তারা প্রতিটি পরিবারের জন্য আলু, পিয়াজ, ডাল, তেল, সয়াবিন, লবন, বিস্কুট, সাবান, সার্বগুড়ি, মাক্স তুলে দেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমিতির সম্পাদক শৌলজা বাড়ি, মালতী চক্রবর্তী, দীলিপ চাকড়া, পার্থ ভৌমিক সহ সমাজকর্মীরা।