মলয় দে নদীয়া:-বর্তমানে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে। আর সেই অগ্নিগর্ভ পরিস্থিতির ছায়া ভারত বাংলাদেশ সীমান্ত গেদে বর্ডার এলাকার একাধিক চাষীদের উপর। ভারত সীমান্তের চাষিরা জানাচ্ছেন তারা কৃষিকাজ করতে বর্ডারের কাঁটাতার পেরিয়ে যান কারণ কাঁটাতারের ওপারেও অনেক ভারতীয় চাষির জমি রয়েছে। বাংলাদেশিরা মাঝে মধ্যেই ভারতীয় চাষীদের জমির ফসল কেটে নিয়ে যায় কখনো প্রাণে মারার হুমকি পর্যন্ত দেয়। এই অত্যাচারের কারণেই অনেক কৃষক কাঁটাতারের ওপারে চাষ করতে যেতে ভয় পাচ্ছে। বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতির কারণে আরও অত্যাচার বেড়েছে কৃষকদের উপর।
এলাকার একজন চাষী ভজন বিশ্বাস জানান, কাঁটাতারের ওপারে তার কলাবাগান রয়েছে। মাঝেমধ্যেই সেই জমি থেকে কলা কেটে নিয়ে যান বাংলাদেশীরা। সীমানা দিয়ে যদি কাঁটাতার থাকতো তাহলে অনেক চাষীর ঝামেলা পোহাতে হতো না।