মলয় দে, নদীয়া: জগৎ বিখ্যাত নদীয়ার শান্তিপুরের ঐতিহ্য পূর্ণ রাশের প্রধান বিষয় বিভিন্ন বিগ্রহ বাড়ি। মূলত বছরে একদিন তাদের পথে নামতে দেখা যায় সাধারণ মানুষের মধ্যে। কিন্তু বর্তমানে আরেকবার প্রেম নিবেদনের জন্য খোল করতাল সহকারে শান্তিপুরের রাজপথে তারা করলেন এক প্রতিবাদী মিছিল।
তবে শ্রীচৈতন্যদেব, বিজয় কৃষ্ণ গোস্বামীদের দেখানো পথে প্রেম বিনিময়ের মধ্যে দিয়ে। তারা অনেকেই মনে করছেন এই প্রেম নিবেদনের মধ্য দিয়েই একসময় ধর্ম সংকটে থাকা চাঁদ কাজী জয় করতে পেরেছিলেন। অন্যদিকে জগাই মাধাই কেউ ধর্মের পথে আনা সম্ভব হয়েছিল এমনকি বাল্মিকী মুনির নিজে স্বয়ং পরিবর্তিত হয়েছিলেন রত্নাকর দস্যু থেকে। তাই প্রেমই একমাত্র উপায়। তবে বাংলাদেশ সরকারের কাছে শুধু প্রেম নয় সাথে সকল হিন্দু একত্রিত হয়ে সারা জাগানোর বার্তাও থাকছে বলে তারা জানান।
মঙ্গলবার শান্তিপুর ডাকঘর মোড় থেকে এরকমই এক প্রতিবাদী মিছিল পৌঁছায় বাইগাছি মোর পর্যন্ত সেখানে বিভিন্ন বিগ্রহ বাড়ি গোস্বামী বাড়ি এবং মঠ মন্দিরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।