মলয় দে নদীয়া :-রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় সারা রাজ্যজুড়ে পালিত হচ্ছে বনমহোৎসবের মধ্যে দিয়ে অরণ্য সপ্তাহ পালন। রবিবার শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর উদ্যোগে অরণ্য সপ্তাহ পালন ও পরিবেশ বান্ধব কর্মসূচির এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শান্তিপুর সুত্রাগড় অঞ্চলের এমএন হাই স্কুলের মাঠে।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেত্রী তথা বিধায়িকা লাভলী মৈত্র। এছাড়া উপস্থিত ছিলেন রানাঘাট মহকুমা শাসক সহ তৃণমূলের এক ঝাঁক শীর্ষ নেতৃত্ব। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আগত প্রত্যেক অতিথিবর্গকে বিশেষভাবে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। যদিও শান্তিপুরের বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীদের কেউ এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এই পরিবেশ বান্ধব কর্মসূচির অনুষ্ঠানের শেষে প্রখ্যাত অভিনেত্রী তথা বিধায়িকা লাভলী মৈত্র শান্তিপুরের ঐতিহ্যবাহী বিজয় কৃষ্ণ গোস্বামী মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়, এরপর ঘুরে দেখেন গোটা মন্দির চত্বর, পাশাপাশি দর্শন করেন বহু প্রাচীন বিজয়কৃষ্ণ গোস্বামী বাড়ির বিগ্রহ দেবতা।
বিগ্রহ দেবতা দর্শনের শেষে অভিনেত্রী লাভলী মৈত্র জানান, আজকে আমার এক অন্য অভিজ্ঞতা। আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে কখনোই ভাবতে পারিনি এত মানুষের সমাগম হবে। আর ভগবানের দর্শন পেয়ে আজ পরম সৌভাগ্য মনে করছি। যদিও রাজনৈতিক বিষয়ে কোনো রকম ইঙ্গিত করেননি, প্রখ্যাত অভিনেত্রী তথা বিদায়িকা লাভলী মৈত্র। যদিও শান্তিপুরের তৃণমূল বিধায় ব্রজ কিশোর গোস্বামী জানান, সবুজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রয়াস। আর সেই প্রয়াসকে সামনে রেখে আমরাও চেষ্টা করব সবুজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে।