‘ শিশু বান্ধব গ্ৰাম ‘ বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

Social

অভিজিৎ হাজরা , উলুবেড়িয়া , হাওড়া :- ‌ ‌ উলুবেড়িয়া ১ ব্লকের হাটগাছা ১ গ্রাম পঞ্চায়েত – এর উদ্যোগে ২০২৫ – ২৯২৬ বর্ষের উন্নয়ন পরিকল্পনার লক্ষে বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে ।সুস্থ সুন্দর নির্মল আনন্দ পরিসরে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীদের নিয়ে শিশু সুরক্ষা,শিশুর শারীরিক, মানসিক বিকাশের অনুকূল পরিবেশ পরিকাঠামো উন্নয়ন গড়ে তোলার লক্ষ্যে হাটগাছা ১ অঞ্চলের নির্বাচিত ও প্রশাসনিক আধিকারিক বৃন্দের উপস্থিতিতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে ও পরিচালনায় অনুষ্ঠিত হলো ” শিশু বান্ধব গ্রাম ” বিষয়ক আলোচনা সভা এবং অঙ্কন ও কুইজ প্রতিযোগিতা।অনুষ্ঠানের সামগ্রিক বিষয়ই ছিলো চোখে পড়ার মতো বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ ও আন্তরিকতা এবং উৎসাহের সাথে শিশুদের অংশগ্রহণ দেখে আধিকারিক বৃন্দ খুবই প্রশংসা করেন।গ্রাম পঞ্চায়েত এর পক্ষ থেকে এইরকম এক অভিনব উদ্যোগ দেখে শিক্ষক শিক্ষিকা,শিশুরাও খুবই উৎসাহ বোধ করেন। অনুষ্ঠান শেষে গ্রাম পঞ্চায়েত এর পক্ষ থেকে অঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা প্রতিটি শিশু কে পুরস্কৃত করে উৎসাহিত করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত বলেন – আমাদের বিদ্যালয়ের শিশুরা দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষার সমান্তরালে বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও পরিবেশ চর্চার মাধ্যমে বিদ্যালয়ের নাম বিভিন্ন সামাজিক ও প্রশাসনিক স্তরে সমাদৃত করেছে।যার ফল স্বরূপ আজকের এই কর্মসূচি ।আমাদের শিশুদের নিয়ে এই কর্মসূচি পালন করার জন্য হাটগাছা ১ গ্রাম পঞ্চায়েত এর আধিকারিক বৃন্দ কে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষিকা, হাটগাছা ১ অঞ্চলের প্রধান প্রসেনজিৎ দাস,সেক্রেটারি শম্ভুনাথ মিশ্র,সমাজসেবী শংকর মহল,এলাকার দুই জন প্রতিনিধি দেলোয়ার থান্দার ও রঘুনাথ মান্না সহ অন্যান্য আধিকারিক বৃন্দ।

Leave a Reply