কৃষ্ণনগরে স্টুডেন্ট হোমে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির

Social

নিউজ সোশ্যাল বার্তা: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশজুড়ে চলছে লকডাউন । অন্যদিকে গরমে বেশিরভাগ ব্লাড ব্যাংকের রক্তের মজুতের পরিমাণ প্রায় শূন্য বললেই চলে । পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ প্রশাসন বিভিন্ন জায়গায় রক্তদান শিবির চালিয়ে যাচ্ছে

গতকাল ৮ই মে শুক্রবার বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে নদীয়া জেলার কৃষ্ণনগরে রেডক্রস সোসাইটির কৃষ্ণনগর সাব ডিভিশন শাখার উদ্যোগে এবং স্টুডেন্টস হেলথ হোম কৃষ্ণনগর শাখার ব্যবস্থাপনায় কৃষ্ণনগরের শক্তিনগর স্টুডেন্টস হেল্থ হোমে সকাল ১০ টা থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

২৬ জন রক্তদাতা আজ রক্তদান শিবিরে রক্ত দান করেন । এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগরে বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী মাননীয় ডাঃ যতন রায়চৌধুরী মহাশয় ,ডাঃ সংগীতা রায়চৌধুরী সভাপতি রেড ক্রস সোসাইটি কৃষ্ণনগর সদর সাব ডিভিশান ,সহ স্টুডেন্ট হেলথ হোমের উত্তম ধনী  ,দীপন্কর সেন, পার্থ বাবু,ছবি চ্যাটার্জী , অমিত সাহা ,‌ আরও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।

Leave a Reply