সোশ্যাল বার্তা : আম্ফান ইয়াস ঝড় শিক্ষা পেয়েছেন সমুদ্র উপকূল এলাকার মানুষ। তাই আগেভাগেই ম্যানগ্রোভ লাগিয়ে সামাল দেওয়ার চেষ্টা বনদপ্তরের। মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ঘোষণা করেছিলেন যে ম্যানগ্রোভ লাগানো হবে সমুদ্র এবং নদী উপকূল এলাকায়। সেইমত কোলাঘাট রূপনারায়ন নদীর তীরবর্তী এলাকায় নোগুড়িয়া,কফলা ২০ হেক্টর জায়গায় ম্যানগ্রোভ লাগানো হচ্ছে, এবং বিভিন্ন প্রজাতির চারা গাছ লাগানো হচ্ছে বনদপ্তর এর উদ্যোগে।
অনেকে লকডাউনে কাজ হারিয়েছেন কিন্তু এখান থেকে অনেক কাজ পেয়েছেন। গতকাল যুব অফ অথরিটি অফ ইন্ডিয়া সৌরভ চৌধুরি পরিদর্শন করেন। সমুদ্র উপকূল এলাকায় বেশি করে ম্যানগ্রোভ রোপণ করে পরিকল্পনা ভাবে এগিয়ে যাচ্ছে বনদপ্তর।