লকডাউন খুলতেই, জোড়া মৃত্যু পথ দুর্ঘটনায়

Social

মলয় দে নদীয়া :- বাইক দূর্ঘটনায় মৃত‍্যু দুজনের। গতকাল সোমবার আনুমানিক রাত সাড়ে নটা নাগাদ চাকদহ -বঁনগা রোডে একটি থেমে থাকা ম‍্যাক্স বোলেরো কে মুখোমুখি ধাক্কা মারে বঁনগা দিক থেকে আসা একটি মোটর বাইক। মোটর সাইকেলে দুজন আরোহী ছিল।

ঘটনাস্থলে একজন মারা যায় পিনাকী চ‍্যাটার্জী বয়স ১৬ চাকদহ পৌরসভার আট নম্বর ওয়ার্ডে নেতাজী পার্কে বাড়ি। অন‍্য একজন আশংকা জনক অবস্থায় কল‍্যানী জওহর লাল মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার মৃত‍্যু হয়। টুবাই দেবনাথ বয়স ২১। চাকদহ পৌরসভার চার নম্বর ওয়ার্ডে সুভাষনগরে বাড়ি।

স্থানীয় সূএে জানা যায়, করোনা ভাইরাসের কারনে লকডাউন ফলে রাস্তা ঘাট ফাকা। চাকদহ বঁনগা রোড ফাকা থাকার কারনে বাইকের প্রচন্ড গতি হবার কারনে এই দূর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

Leave a Reply