মলয় দে, নদীয়া :-সম্প্রতি আরজিকর কাণ্ডে আর পাঁচটা সাধারণ সচেতন নাগরিকের মতন প্রতিবাদে সড়ক তারাও তবে তাদের ক্ষেত্রে শোভন শক্তি যেমন নেই তেমন নেই কথা বলার শক্তিও কিন্তু প্রতিবাদের ভাষা একই ।
নদীয়ার শান্তিপুরে মূক এবং বধিরদের সংগঠনের পক্ষ থেকে সম্প্রতি নদীয়া র সমস্ত এ ধরনের বিশেষভাবে সক্ষম মানুষদের নিয়ে কৃষ্ণনগর একটি প্রতিবাদ সভা করার পর তারা সিদ্ধান্ত নয় শান্তিপুরেও প্রতিবাদ জানাবে সেই মতন আজ শান্তিপুর রেলস্টেশন থেকে শান্তিপুর ডাকঘর মোর পর্যন্ত একটি নির্বাক প্রতিবাদী মিছিল করেন সেক্ষেত্রে অস্থি সংক্রান্ত বেশ কিছু বিশেষভাবে সক্ষম এবং শান্তিপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ও বেশ কিছু শুভাকাঙ্ক্ষী মানুষজন তাদের সহযোগিতা করতে এগিয়ে আসেন। শান্তিপুর থানার পুলিশ প্রশাসন রাস্তায় তারা যাতে সমস্যায় না পড়ে সেদিকে খেয়াল রেখেছিল যথেষ্ট। এরপর ডাকঘর মোড়ে নেতাজি পদতলে মোমবাতি জ্বালিয়ে অভয়ার একদিকে যেমন শান্তি কামনা করেছেন অন্যদিকে বিচার প্রার্থনা করেছেন। তারা তাদের মতন অঙ্গভঙ্গিতে বুঝিয়েছেন তারাও কখনো কখনো হেনস্থার শিকার হন এক্ষেত্রে তাদের যেমন সুরক্ষা দিতে হবে তেমনি সমাজের সকল মহিলা পুরুষ নির্বিশেষে সকলেরই সুরক্ষা প্রয়োজন এবং তা দিতে হবে পুলিশ প্রশাসন এবং রাষ্ট্রকে।