কোটি টাকারও বেশি ঋণ ! পরিশোধ করতে না পারায় তালা ভেঙে বাড়ির দখল নিল ব্যাংক

Social

দেবু সিংহ,মালদা:  একটি ব্যাংক থেকে কোটি টাকারও বেশি ঋণ নিয়েছিল গাজোলের এক ব্যবসায়ী পরিবার। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই ঋণের টাকা পরিশোধ করতে না পারায় অবশেষে সেই ব্যবসায়ীর বাড়ি দখল নিল সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ। বুধবার দুপুরে গাজোল থানার পুলিশকে সঙ্গে নিয়ে ওই ব্যাংক কর্তৃপক্ষ সাঙ্গোরপুর এলাকার ওই ব্যবসায়িক বাড়িতে যান। পরিস্থিতি আঁচ করতে পেরেই ওই ব্যবসায়ীর পরিবার ভেতর থেকে বড় গেটে তালা বন্দি করে রাখে। দীর্ঘক্ষণ ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে ব্যাংকের কর্তারা ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না মেলায়, অবশেষে দরজা ভেঙেই ওই বাড়ির দখল নেয় তাঁরা।

গাজোল পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি ব্যাংক থেকে ১ কোটি ৬৩ লক্ষ টাকা ঋণ নিয়েছিল গাজলের ব্যবসায়ীর সঞ্জয় ভগত।  কিন্তু সেই ঋণ নেওয়ার দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও টাকা পরিশোধ না করতে পাড়ায় এই পদক্ষেপ নিতে হয় ওই ব্যাংক কর্তৃপক্ষকে। যদিও সংবাদমাধ্যমের সামনে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ কোনোরকম মন্তব্য করে নি । তবে সংশ্লিষ্ট ব্যাংকের একটি সূত্র থেকে জানা গিয়েছে, বিলাসবহুল ওই বাড়িতেই রয়েছেন ভগত পরিবার। দীর্ঘদিন আগেই ব্যাংক থেকে ১ কোটি ৬৩ লক্ষ টাকা ঋণ নেওয়া হয়েছিল। কিন্তু মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও সেই টাকা পরিশোধ করতে পারছিল না । যার ফলে এদিন ওই বাড়ির তালা ভেঙে সেটি দখল করা হয়েছে। পরবর্তীতে আদালত এবং আইন মেনে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply