শুরু হলো ১০তম পট চিত্র মেলা পশ্চিম মেদিনীপুরের পিংলায়

Social

নিউজ সোশ্যাল বার্তা, ১৬ই নভেম্বর ২০১৯: পশ্চিম মেদিনীপুরের জেলার  পিংলা নয়া নামক গ্রামে গতকাল ১৫ ই নভেম্বর থেকে শুরু হয়েছে পটচিত্র মেলা চলবে ১৭ই নভেম্বর পর্যন্ত । এবারে দশমতম বর্ষে পড়ল এই মেলা । ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এই পট শিল্প ।

বাংলার লোকসংস্কৃতির বহু পুরোনো রীতি পটচিত্র অঙ্কন। এই পটচিত্রে নানা ধরনের গল্প লম্বা লম্বা গোটানো কাগজের ক্যানভাসের উপর নানা বর্ণে আঁকা রয়েছে । চিত্রশিল্পীরা চিত্রগুলির উপর রচিত গল্পগাথাগুলি সুর করে গান গাইছেন এবং ওই গোটানো কাগজের ক্যানভাস একটু একটু খুলে তার উপর আঁকা চিত্রগুলি দর্শকদের দেখাচ্ছেন ।

শুধুমাত্র মেলায় নয়, এই গ্রামের অধিকাংশের বাড়ির দেওয়াল সহ বিভিন্ন জায়গায় বিরাজমান পট চিত্র । বাড়ির ছোট থেকে বড় সবাই নিজেদের আঁকা পট চিত্রের পসরা সাজিয়ে সবার সামনে তুলে ধরেছেন তাদের শিল্পকর্ম ।
চিত্রকররা অধিকাংশই মুসলিম হলেও তাদের এই পটের গানে তুলে ধরেন হিন্দু ধর্মের রামায়ণ, মহাভারতের বিষয় ।

উদ্যোক্তাদের পক্ষ থেকে এই ‘পটমায়া’ উৎসবে বাউল গানের আয়োজন করা হয়েছে । মেলায় অধিকাংশ সামনে পসরা সাজিয়ে বসেছেন। পিংলার এই পট চিত্র শিল্প আজ জগৎ জুড়ে সমাদৃত । শিল্পীরা চাইছেন সরকার যদি তাদের সাহায্য করেন তাহলে এই শিল্পকে তারা আরো দূরে নিয়ে যেতে পারবেন ।

রামপুরা দেশপ্রান বিদ্যাপীঠের শিক্ষক মাননীয় বিমল আদক এই প্রসঙ্গে বলেন  “আগে ৫-৬ দিন ধরে চলত এই উৎসব ।  বর্তমানে এই উৎসবের জৌলুস কিছুটা কমে গেছে তবে শুধুমাত্র মেলার সময় নয় বছরের অন্যান্য সময়েও শিল্পীদের সহযোগিতা পাওয়া যায় । সরকারের কাছে আবেদন এই পট চিত্র শিল্পীদের শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য  সরকার আরও বেশি উদ্যোগী হলে  পিংলার এই সংস্কৃতি বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে “।

Facebook: News Social Barta 24×7

Whats app: 9434158779

ছবি ঋণ : ফেসবুক