প্রথম ভারতীয় মহিলা সাঁতারু হিসেবে সায়নী দাস নর্থ চ্যানেল জয় করলেন, সপ্তসিন্ধুর বাকি থাকলো আর মাত্র দুটো

Social

মলয় দে নদীয়া:-ওয়ার্ল্ড ওপেন ওয়াটার স্যুইমিং এসোসিয়েশন পরিচালিত সপ্তসিন্ধু বা সেভেন সী’স চ্যানেলগুলি হল-

১) ইংলিশ চ্যানেল ৩৪ কিমি। ইংল্যান্ড থেকে ফ্রান্স।
২) ক্যাটলিনা চ্যানেল ৩২ কিমি। সান্টা ক্যাটলিনা আইসল্যান্ড থেকে লস এঞ্জেলস।
৩) মলোকাই চ্যানেল ৪৪ কিমি। মলোকাই থেকে ওয়াহু।
৪) কুক ষ্ট্রেইট চ্যানেল ২৬ কিমি। নিউজিল্যান্ড থেকে উত্তর দক্ষিণ আইসল্যান্ড।
৫) নর্থ চ্যানেল ৩৫ কিমি। আয়ারল্যান্ড থেকে স্কটল্যান্ড।
৬) জিব্রাল্টার প্রনালী বা স্ট্রেইট অফ জিব্রাল্টার চ্যানেল ১৬ কিমি। স্পেন থেকে মরক্কো।
৭) সুগারু স্ট্রেইট চ্যানেল ২০ কিমি। জাপানের হনসু আইসল্যান্ড থেকে হোক্কাইডো।

এই মূহুর্তে ভারত তথা এশিয়ার মধ্যে সপ্তসিন্ধু জয়ের সম্ভাবনা আছে একমাত্র সায়নী দাসের। কারণ ইতিমধ্যে সায়নী দাস ইংলিশ চ্যানেল, ক্যাটলিনা চ্যানেল, মলোকাই চ্যানেল, কুক স্ট্রেইট চ্যানেল, নর্থ চ্যানেল জয় করেছে। বাকি রইল দুটি।

সামনের বছর মার্চ এপ্রিলের দিকে জিব্রাল্টার চ্যানেল। আর সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালে সুগারু স্ট্রেইট চ্যানেল জয়ের মধ্যে দিয়ে সায়নী দাসের সপ্তসিন্ধু জয়ের লক্ষ্য সম্পূর্ণ হবে।

 

Leave a Reply