প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই ভারতভুক্তি দিবস পালন নদীয়ার শান্তিপুরে

Social

মলয় দে নদীয়া:- আজ ১৮ই আগস্ট নদীয়া কোচবিহার মুর্শিদাবাদের একটা বড় অংশ পড়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের অধীনস্থ , সংসদ এবং পন্ডিত লক্ষীকান্ত মৈত্রর প্রচেষ্টায় তৎকালীন কৃষ্ণনগরের রানী মা রাজেশ্বরী দেবী ,পন্ডিত শ্যামাপ্রসাদ মুখার্জী দিল্লিতে গিয়ে দরবার করেছিলেন স্বাধীন ভারতের সদ্য ঘোষিত প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর কাছে। এরপর ১৭ই আগস্ট রাতে ভেতরে ঘোষণা হয় এই বিস্তীর্ণ এলাকা গুলি ভারতের অন্তর্ভুক্ত । ১৫ ই আগস্ট সে সময়কার পাকিস্তানের মুসলিম লীগের পতাকা উঠেছিল কিন্তু মাত্র তিন দিনের মধ্যেই দ্বিতীয়বার আবারও কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায় প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন। এই দুই পতাকায় সুরক্ষিত রয়েছে শান্তিপুর পাবলিক লাইব্রেরী সংগ্রহশালায়। তবে সম্প্রতি আনুমানিক ১০ বছর আগে শান্তিপুরের বিভিন্ন ইতিহাস নিয়ে কাজ করা অমিতাভ মৈত্র বেশ কয়েকজনকে নিয়ে এই অন্তর্ভুক্তি দিবস পালন করতে গেলে পুলিশি বাধার সম্মুখীন হয়। যদিও তা শান্তিপুরের বিশিষ্টজনদের সহযোগিতায় জটিলতা কাটে এরপর থেকে ভারত ভুক্তি হিসাবে শান্তিপুরে ১৮ই আগস্ট পালন দিবস পালিত হয়ে আসছে এবার সকাল থেকেই প্রচন্ড প্রাকৃতিক দুর্যোগের কারণে ১৮ আগস্ট উদযাপন কমিটি তাদের নাচ গান আবৃত্তি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ডাকঘর পাঠচক্র ক্লাবের সামনে করতে বাধ্য হন। যদিও নেতাজি মূর্তির সামনেই পতাকা উত্তোলন করা হয়। প্রতিবছর শান্তিপুরের প্রবীণ ব্যক্তিদের দিয়ে এই পতাকা উত্তোলিত হয়।

এবারেও শান্তিপুরের অন্যতম প্রবীণ গীতা রানী সরকার প্রামানিক পতাকা উত্তোলন করেন। উপস্থিত ছিলেন তার সুসন্তান কলকাতা প্রেসক্লাবের সম্পাদক কিংশুক প্রামানিক, শান্তিপুর সাহিত্য পরিষদের সম্পাদক সুশান্ত মঠ, উদযাপন কমিটির অমিতাভ মৈত্র, রজত প্রামাণিক, সঞ্জিত কাষ্ঠ, বিশ্বজিৎ রায় সহ বহু বিশিষ্ট জন। সম্প্রতি বাংলাদেশের ঘটনা প্রসঙ্গ উঠে আসে আলোচনায় যদি সে সময় পন্ডিত লক্ষীকান্ত মৈত্র এই উদ্যোগ গ্রহণ না করতেন তাহলে আজ আমাদের পরিস্থিতিও ওই ভয়াবহতার মধ্যে দিয়েই কাটতো। যদিও বর্তমানে সম্প্রতি আরজিকর কাণ্ডে উত্তাল রাজ্য তার মধ্যে দিয়ে স্বাধীনতা উদযাপনও যথেষ্ট সুখকর নয়। তবে এ বিষয়েও নানান আলোচনার চলে।

Leave a Reply