আগামীকাল ভোট গ্রহণ ! জেলার পুলিশ প্রশাসন এবং ভোট কর্মীদের চূড়ান্ত ব্যস্ততা

Social

মলয় দে নদীয়া:- নদীয়া জেলার ১১ টি পৌরসভা থাকলেও, মেয়াদ উত্তীর্ণ না হওয়ায় পৌরনির্বাচন থেকে দূরে রয়েছে রানাঘাট কুপার্স। নবদ্দীপ, কৃষ্ণনগর, গয়েশপুর, কল্যাণী, হরিণঘাটা, চাকদা, বীরনগর, তাহেরপুর, রানাঘাট এবং শান্তিপুর মিলে মোট দশটি পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ হতে চলেছে আগামীকাল। ভোট গণনা কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে নবদ্বীপ এবং কৃষ্ণনগরের জন্য কৃষ্ণনগর বিপিসি কলেজ। চাকদহ শান্তিপুর বিননগর তাহেরপুর এবং রানাঘাটের জন্য রানাঘাট কলেজ। কল্যাণী হরিণঘাটা গয়েশপুরের জন্য কল্যাণী মহাবিদ্যালয়। এই উপলক্ষে পাঁচ হাজারেরও বেশি রাজ্য পুলিশ পাঠানো হয়েছে বিভিন্ন থানায়, সেখান থেকেই বিভিন্ন বুথে পৌঁছে যাবেন তারা।তবে কোন কেন্দ্রীয় বাহিনী থাকছে না এবারের পৌর নির্বাচনে। থাকছে না বিশেষভাবে সক্ষম বা প্রবীনদের বাড়িতে বসে ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার বিশেষ ব্যবস্থাও। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই গণনা কেন্দ্রে রাখা স্ট্রং রুম রুম থেকে ইভিএম এবং ভোটের আনুষঙ্গিক উপকরণ নিয়ে ভোট কর্মীরা রওনা দিয়েছেন 884 টি ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে। যদিও মেইন ভোট গ্রহণ কেন্দ্র হিসাবে 796 টি স্থির করেছেন নির্বাচন কমিশন।

রাত পোহালেই দশটি পুরসভায় 704778 জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল অরাজনৈতিক ব্যক্তি হিসেবে 717 জন প্রার্থীকে ভোট দিতে চলেছেন জেলায়। মোট ভোটারের মধ্যে মহিলা 354197 জন, তৃতীয় লিঙ্গের 23 জন।

Leave a Reply