মলয় দে নদীয়া:-কলকাতার আরজি কর কান্ডের প্রতিবাদে সেখানকার ডাক্তারি পড়ুয়া এবং ডাক্তার স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ মঞ্চে আন্দোলনকারী সেজে একদল দুষ্কৃতী হাসপাতালের বিভিন্ন সম্পত্তি ভাঙচুর চালায়, মারধর করা হয় বেশ কয়েকজন পুলিশ কর্মীকে।
যার মধ্যে নদীয়ার শান্তিপুরের বাগআচড়া লক্ষ্মীনাথপুরে বাড়ি লেডি কনস্টেবল শম্পা প্রামাণিকও ছিলেন। যার চোখের উপর গুরুতর আঘাত পেয়েছেন দুষ্কৃতীদের দ্বারা ছোড়া পাথরে। অল্পের জন্য তার চোখ বেঁচে গেছে তবে দুদিন চিকিৎসা করার পর কলকাতা থেকে গতকাল ফিরেছেন তিনি। অসুস্থ শম্পা ও তার পরিবারের সাথে দেখা করেন শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী।