নদীয়ার করিমপুর ২ নম্বর ব্লকের প্রতিবন্ধীদের সহায়ক সরঞ্জাম বিতরণ

Social

মলয় দে নদীয়া :-করিমপুর দুই নম্বর ব্লকে অনুষ্ঠিত হলো প্রতিবন্ধীদের সহায়ক সরঞ্জাম প্রদান অনুষ্ঠান। ১৭২জনকে সরঞ্জাম প্রদান এর কথা থাকলেও বাকিদের অনুপস্থিতির কারণে,উপস্থিত ৯২জনকে বিভিন্ন সহায়ক সরঞ্জাম প্রদান করা হয় বাকিদের পরে সুবিধা মতো প্রদাণ করা হবে বলে জানান আধিকারিকরা।

মূলত ভারতীয় রেডক্রস সোসাইটি তেহট্ট মহকুমা শাখা এবং করিমপুর রেডক্রস সোসাইটির উদ্যেগে এলিমকোর সহায়তায় এই অনুষ্ঠান সাফল্য মন্ডিত হয়ে ওঠে। উপস্থিত ছিলেন ভারতীয় রেডক্রস সোসাইটি তেহট্ট মহকুমা শাখার সম্পাদক অপূর্ব কুমার ঘোষ, কো অর্ডিনেটর উত্তমকুমার বিশ্বাস,করিমপুর ২বিডিও সাহেব সহ বিশিষ্ট জনেরা।

Leave a Reply