মলয় দে নদীয়া:- নির্বাচনী প্রচারের থেকেও আগে দরকার সাংগঠনিক মজবুতি। তাই প্রচারে নতুন চমক দেখালেন প্রাক্তন সাংসদ বর্তমান বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের ।
আজ শান্তিপুর পাবলিক লাইব্রেরীর সামনে গোধূলি লজে শান্তিপুর বিধানসভা ভিত্তিক আসন্ন সাংসদ নির্বাচনে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করতে এসে সাইকেলে চেপে প্রতিকী প্রচার সারলেন তিনি।
এই প্রসঙ্গে তিনি বলেন, লরি বাস সহ অন্তত নয় রকমের গাড়ি চালানো জানা আছে তার তবে আজ মূলত পরিবেশের বার্তা দিতেই আজ সাইকেলে প্রচার। তবে এটা অবশ্যই প্রতীকী দলীয় কার্যালয় থেকে ডাকঘর মোড় পর্যন্ত।
তবে আত্মবিশ্বাসের সাথে তিনি বলেন আগামী ৩ তারিখ গোবিন্দপুর কালী বাড়িতে পুজো দিয়ে একটি মোটর সাইকেল র্যালির মধ্য দিয়ে পৌঁছাবেন চাকদা। তবে তিনি প্রচারে নামার পর বাকি সকলে অবাক হয়ে দেখবেন।