নিউজ সোশ্যাল বার্তা : উনিশ শতকের চোখ ধাঁধানো ধর্ম ও সমাজ ভাবনা, শতাব্দী বদলালেও বদল হয়নি সেই প্রেক্ষাপটের। গোটাদেশের নিরিখে তাই আজও প্রাসঙ্গিক যুগ নায়ক স্বামী বিবেকানন্দ। গত ১২জানুয়ারী ছিল স্বামী বিবেকানন্দের ১৫৭ তম জন্মদিন ।
রঙতুলির মাধ্যমে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল বীর সন্ন্যাসীকে ছোট ছোট বাচ্চারা ।পৃথিবী আজ বিপন্ন, আমরা রাহুগ্রাসে একটু একটু করে পৃথিবীকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি, ধ্বংস করছি অরন্য, ধ্বংস করছি পরিবেশ,নদীকে দূষিত করছি,চারিদিকে এক হিংসার পরিবেশ, পৃথিবীর এই চরমসঙ্কটের সময় একমাত্র ছোটরাই এই বার্তা পৌঁছে দিতে পারে মানুষের কাছে। তাই স্বামীজির জন্মদিনে কৃষ্ণনগরের একটি অঙ্কন শিক্ষাকেন্দ্র সাঁইভাবনা আর্ট এন্ড ক্র্যাফটের ক্ষুঁদে ছাত্র-ছাত্রীরা তাদের শিল্পীমননে স্বামীজির ছবি এঁকে আগামীর পৃথিবীকে বার্তা দিলো ” আমাদের বিবেক জাগ্রত হোক “।
বর্তমানের বিশ্বায়নের ব্যস্ততার যুগে সবার হাতে যখন স্মার্টফোন তখন ছোটরা ছবি অাঁকার পাশপাশি কিছু বার্তাও দিলো এই সমাজকে।
যুবসমাজকে এগিয়ে চলার ভাবনা সার্থক করতে স্বামীজির জন্মদিনে তাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।