মলয় দে নদীয়া:- বর্তমানে মহিলাদের স্বনির্ভর করার জন্য কেন্দ্র রাজ্য উভয় সরকারই নানান উদ্যোগ গ্রহণ করেছে স্বনির্ভর মহিলা গোষ্ঠী গঠনের মাধ্যমে। যার মধ্যে বিশেষত গ্রামীন এলাকা এমনকি শহরেরও অনুন্নত এলাকায় মহিলারা পশুপাখি প্রতিপালন করে থাকেন। আর তাদের এই কাজে সহযোগিতার হাত বাড়িয়েছে সরকার।
আজ নদীয়ার শান্তিপুর পঞ্চায়েত সমিতির তৎপরতায় পশ্চিমবঙ্গ সরকারের প্রাণীসম্পদ দপ্তরের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠী গুলির, মহিলাদেরকে আরো স্বনির্ভর করে তুলতে রাজ্য গোষ্ঠীদের মহিলাদের হাতে তুলে দেয়া হলো ছাগলছানা । উপস্থিত ছিলেন শান্তিপুর পঞ্চায়েত সমিতি নিপিন মন্ডল সহকারি সভাপতি চঞ্চল চক্রবর্তী প্রাণিসম্পদ দপ্তরের কর্মধক্ষ্যা প্রিয়া সরকার গোস্বামী, সরকারি আধিকারিক ডক্টর জ্যোতির্ময় চন্দ্র সহ বিভিন্ন পঞ্চায়েত সমিতির সদস্য এবং অন্যান্য দপ্তরের কর্মধক্ষ্যদের
উপস্থিতিতে, শান্তিপুর ব্লকের দশটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তুলে দেয়া হয় দশটি করে ছাগলছানা।
প্রাণিসম্পদ বিভাগের আধিকারিক ডক্টর জ্যোতির্ময় চন্দ্র জানান রাজ্য সরকারের যে স্কিম এই স্কিমের মাধ্যমে প্রতিটি স্বনির্ভর গোষ্ঠীর হাতে নয় মাসের বেশি বয়সি এবং ওজনে ন কেজির বেশি মহিলা ছাগল ছানা দেওয়া হয়। যদিও মাংসের কারণে বাজারে পুরুষ ছাগলের চাহিদা বেশি হলেও, বংশবিস্তার এবং দুধের কথা মাথায় রেখে মূলত মহিলা ছাগল দেওয়া হয়। তাদের থাকার উপযুক্ত পরিবেশ চিকিৎসার ব্যবস্থা এবং প্রতিপালন করার অভিজ্ঞতা খতিয়ে দেখে পঞ্চায়েত সমিতির সদস্যদের তৈরি করা তালিকা অনুযায়ী দশটি মহিলা গোষ্ঠী অনুমোদন পেয়েছে। তবে ছাগলগুলি সুস্থতার মাপকাঠি অনুযায়ী কানে ট্যাগ লাগিয়ে, ওজন গোষ্ঠীর মহিলাদের দেখিয়ে তবেই হাতে তুলে দেওয়া হয়। তবে সরকারি বীমার বিষয়টিও তিনি জানান, বলেন দুর্ঘটনাবশত কিংবা অনভিপ্রেতভাবে কখনো মারা গেলে সরকার সেই সমস্ত গোষ্ঠীকে ছাগল প্রতি 3600 টাকা করে ইন্সুরেন্স দেবে। যাতে করে ছাগল প্রতিপালনে কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হবে না স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ।
তবে ছাগলছানা পেয়ে অনেকটাই খুশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তারাও সাধুবাদ জানিয়েছে রাজ্য সরকারের এই প্রকল্পকে। তারা জানান এর আগে এরকম সুবিধা তারা পায়নি। যদিও পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতিরা জানান শুধু ছাগলই নয় শান্তিপুর ব্লক জুড়ে প্রানী সম্পদ বিভাগের পক্ষ থেকে এর আগেও গবাদি পশু মুরগির বাচ্চা দেওয়া হয়েছে। এবং তাদের বেশিরভাগ ক্ষেত্রেই সুস্থ রয়েছে, এক্ষেত্রেও নিয়মিত খোঁজখবর রাখা হবে।